শিরোনাম
বুধ. ডিসে ২৫, ২০২৪

দ্রুত গতিতে এগিয়ে চলছে গুইমারা উপজেলা ভবন নির্মাণ কাজ

নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার ভবন নির্মাণে ১৩ কোটি ২৪ লক্ষ টাকা বরাদ্দে কাজ চলছে। রবিবার (৩ সেপ্টেম্বর ২০২৩) ভবন নির্মাণের কাজের অগ্রগতি পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা, উপজেলা এলজিইডি কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, উপজেলা কৃষি বøগ সুপারভাইজার মো: মুজিবুর রহমান প্রমূখ।

গুইমারা উপজেলা এলজিইডি কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, দ্রæতগতিতেই চলছে উপজেলার মেইন ভবন নির্মাণের কাজ। এছাড়াও পরবর্তিতে বাকী ভবন যেমন উপজেলা নির্বাহী অফিসার সহ সকল কর্মকর্তার ভবন নির্মাণের কাজ শুরু করা হবে। তবে উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন সহ বেশ কিছু কর্মকর্তার ভবন নির্মানের জায়গা অবৈধ ভাবে দখল করে আছে।

স্থানীয়রা বলেন, ২০১৪ সালে গুইমারা উপজেলা ঘোষনার পর উশ্যেপ্রæ মারমা চেয়ারম্যান থাকা কালীন তেমন কোনো উন্নয়ন হয়নি। এমনকি উপজেলার ভবন ও নির্মাণ করা হয়নি। যা সময়ের পরিবর্তন ও চেয়ারম্যান পরিবর্তন হয়ে মেমং মারমা আসার পর থেকে বিভিন্ন উন্নয়নে রুপান্তর হচ্ছে। সম্প্রতি নির্মাণ করা হচ্ছে ১৩ কোটি ২৪ লক্ষ টাকা ব্যয়ে গুইমারা উপজেলা ভবন। এছাড়াও উপজেলার বিভিন্ন কর্মকর্তাদের অফিস ও বাস ভবন নির্মাণের কাজ অব্যহত রয়েছে।

 

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!