শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

খাগড়াছড়ির নিজ গ্রামে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানকে গণ সংর্বধনা

নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ির নিজ গ্রাম কমলছড়িতে সংবর্ধিত হলেন নব নিয়োগকৃত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ গণ সংবর্ধনা প্রদান করা হয়।

সুপ্রদীপ চাকমা কমলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ে পড়াশুনা করেন। তিনি ১৯৮৫ সালে ৭ম বিসিএস পররাষ্ট্র ক্যাডারে নিয়োগ পান। তিনি দীর্ঘ চাকরি জীবনে ভিয়েতনামসহ বিভিন্ন দেশে রাষ্ট্রদ‚ত হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০২০ সালে অবসর গ্রহণ করেন। সর্বশেষ চলতি বছর ২০২৩ সালে ২৭ আগস্ট পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারস্যান হিসেবে নিয়োগ লাভ করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে তাঁর সহধর্মিনী নন্দিতা খীসা, সাবেক সংসদ সদস্য যতীন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ির সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. সুধীন কুমার চাকমা, প্রফেসর বৌধিসত্ব দেওয়ানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মকর্তা ও কমলছড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!