শিরোনাম
সোম. ডিসে ২৩, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:: রাঙামাটির বরকল উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী হেঙদি চাকমার (৩০) খুনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী আদেয় ধন চাকমাকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

গতকাল বৃহস্পতিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় সুবলং ইউনিয়নের পিপরাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

সুবলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুন জ্যোতি চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইতিমধ্যে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী এসেছে। হত্যাকারীকে আটক করা হয়েছে।

তিনি জানান, হত্যাকারী একজন মানসিক ভারসাম্য রোগী। ঘটনার দিন সন্ধ্যায় পারিবারিক কলহের জেরে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে এমন ঘটনাটি ঘটিয়েছে। এলাকাবাসীরা জানিয়েছে তার গলাকাটা রক্তাক্ত লাশ দেখতে পায়। পরে আইন-শৃঙ্খলা বাহিনীকে খবর দিলে আদেই ধন চাকমাকে আটক করেন।

এই বিষয়ে বরকল থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দীন জানান, হত্যার অভিযোগে আদেই ধনকে গ্রেফতার করা হয়েছে। হেঙদি চাকমার মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার ময়না তদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!