নিজস্ব প্রতিবেদক:: “পুলিশই জনতা, জনতাই পুলিশ “এ স্লোগানকে সামনে রেখে, মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ, যৌতুক ও জঙ্গিবাদ প্রতিরোধের লক্ষ্যে খাগড়াছড়ির গুইমারায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ আগস্ট) বিকালে উপজেলার মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
এসআই জহিরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর। অতিরিক্ত পুলিশ সুপার (রামগড় সার্কেল) মো. নাজিম উদ্দিনের সভাপতিত্বে গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজিব কর এ বিট পুলিশিং সভার আয়োজন করেন।
খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর বলেন, কোন অপকর্ম, অপতৎপরতা চালিয়ে কেউ পার পাবেন না । পুলিশ জনগণের দৌড়গোড়ায় সেবা পৌছে দিতে বদ্ধপরিকর। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কোন গুজব বা অপতৎপরতাকারীদের ছাড় দেওয়া হবেনা।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গুইমারা উপজেলা পচরিষদের চেয়ারম্যান মেমং মারমা, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী, ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, ইউপি চেয়ারম্যান নিমৃল নারায়ন ত্রিপুরা, রেদাক মারমা,ও চাইথোয়াই চৌধুরীসহ প্রমুখ।
এসময় বক্তারা শিক্ষার হার কমে বাল্য বিবাহের প্রবণতা বৃদ্ধি পাওয়া, মাদক, ইভটিজিং প্রতিরোধে একযোগে কাজ করার বিষয়ে আলোচনা করেন।
এসময় উপজেলার তিনটি ইউনিয়নের মৌজা প্রধানগণ, কলেজ অধ্যক্ষ নাজিম উদ্দিন, মডের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন ,পাড়া কারবারি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।