নিজস্ব প্রতিবেদক:: রাঙামাটির লংগদুতে বন্য হাতির আক্রমণে এক কিশোরের মৃত্যু হয়েছে।
রবিবার (২০ আগস্ট) বিকাল ৫টায় লংগদু উপজেলার ভাসান্যদম ইউনিয়নের চন টিলা নামক স্থানে বন্য হাতি দেখতে গিয়ে, হাতির আক্রমণে ফয়সালের (১৪) মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, ফায়সাল পশ্চিম চাইল্যাতলী এলাকার শফিকের ছেলে। হাতিগুলো দীর্ঘদিন ধরে একই এলাকায় রাতের বেলা লোকালয়ে এসে মানুষের বসতবাড়ি ভাংচুর করে দিনে আবার একই স্থানে জায়গা দখল করে। যার ফলে সাধারণ মানুষজন দেখতে আসে, আর হাতি দেখতে এসে তার মৃত্যু হয়।
ঘটনাটি লংগদু থানার অফিসার ইনচার্জ নিশ্চিত করেন এবং ঘটনা স্থলে পুলিশ পৌঁছেছে।