শিরোনাম
বুধ. ডিসে ২৫, ২০২৪

খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের ৪৩তম প্রতিষ্ঠাবাষির্কী পালিত

নিজস্ব প্রতিবেদক:: বর্ণিল আয়োজনের খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের ৪৩তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (২০ আগস্ট) সকালে একটি বর্ণাঢ্য আনন্দ ব্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে শহরে স্থাপিত বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।

খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অপূর্ব হালদার, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নূর মোহাম্মদ হৃদয় ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক একরাম হোসেন রানা।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, সহ-সভাপতি মংসুইথোয়াই চৌধুরী, ক্ষেত্র মোহন রোয়াজা, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আ. রব রাজা, আবু তালেব, কোষাধ্যক্ষ মফিজুর রহমান, প্রচার সম্পাদক আহসান উল্লাহ মিলন, দপ্তর সম্পাদক মারিয়ম আক্তার মনি, জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ, যুগ্ম সম্পাদক কমল বিকাশ ত্রিপুরা, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক আবুল হাসেম, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম রাসেল, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, সাধারণ সম্পাদক শাহেনা আক্তার, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন, সাধারণ সম্পাদক জাহেদুল আলম ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রোকন চৌধুরী প্রমুখ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!