নিজস্ব প্রতিবেদক:: রাঙামাটিতে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতীকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন রাঙামাটি জেলা প্রশাসক মোশারফ হোসেন খান এবং পুলিশ সুপার মীর আবু তৌহিদ। পরে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি শ্রদ্ধা নিবেন করেন। এরপর জেলার সরকারি-সেরকারি প্রতিষ্ঠানের গুরুত্বপ‚র্ণ কর্তারা শ্রদ্ধা নিবেদন করেন।
এদিকে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজনে করা হয়। খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপির সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সন্তোষ চাকমা, মহিলা সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, রাঙামাটি পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহফুজ আহম্মেদসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
জেলা প্রশাসন রাঙামাটি জিমনেসিয়াম মিলনায়তনে জাতীয় শোক দিবসের আলোচনার আয়োজনে করে। সভায় প্রধান অতিথি ছিলেন দীপংকর তালুকদার এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান।
দিবসটি উপলক্ষ্যে রাঙামাটি মেডিকেল কলেজ ছাত্রলীগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মস‚চি এবং রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
অপরদিকে বাংলাদেশ বর্ডার গার্ড রাঙামাটি সদর দপ্তর জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জেলার প্রতিটি ক্যাম্পে হতি দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় বিজিবি রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল মো. আনোয়ার লতিফ খান এবং বিজিবির অতিরিক্ত পরিচালক মো. শহিদুল ইসলামসহ বিজিবির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।