নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মো: রবিউল হোসেন (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ আগষ্ট ) সন্ধ্যার দিকে ৫নং মাটিরাঙ্গা পৌর ওয়ার্ড চেয়ারম্যান পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসায় পড়ুয়া ৪র্থ শ্রেণির ছাত্র রবিউল বিধবা মা মরিয়ম আক্তারের এক মাত্র সন্তান। ২০১৩ সালে সড়ক দুর্ঘটনায় তার বাবা রেজাউল করিম মৃত্যুবরণ করেন।
ঘটনা সূত্রে জানা যায়, সন্ধা ছয়টার দিকে বাড়ির বৈদ্যুতিক মিটারে লাগানো আর্থিং তারের সাথে পৃষ্ঠ হয়ে অস্বাভাবিক ভাবে দাড়িয়ে থাকতে দেখে তার নানী মালতী বেগম। বিদ্যুৎ পৃষ্ঠের বিষয়টি বুঝতে পেরে শুকনা বাঁশ দিয়ে ধাক্কা দিলে মাটিতে লুটিয়ে পরে। এসময় নানীর চিৎকারে পরিবার ও এলাকার লোকজন ছুটে আসে এবং ঘটনাস্থল হতে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাকারিয়া বিদ্যুৎপৃষ্ঠে শিশুর মুত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,লাশের সুরতহাল করণ কার্যক্রম পক্রিয়াধিন আছে এবং আগামী কাল সকালে ময়না তদন্তরে জন্য খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।