নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ির মানিকছড়িতে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারী আটক ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনচারুল করিম জানান, বুধবার (৯ আগস্ট) রাত ১২টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে বটতল সিএনজি স্ট্যান্ডের সামনে রাস্তায় চেক পোস্ট বসিয়ে একটি নোহা মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে আটক করা হয়।
আটককৃতরা রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বিশ্বমনি চাকমা কার্বারি পাড়া এলাকার বাসিন্দা মৃত রামমোহন তনচংগ্যা ছেলে মুনারাম তনচংগ্যা (৪৫) ও মায়াধন চাকমার ছেলে শচী কুমার চাকমা (৩৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদক কারবারীরা খাগড়াছড়ি থেকে মাইক্রোবাস যোগে গাঁজা নিয়ে চট্টগ্রাম শহরে যাচ্ছিলেন। পুলিশ চেকপোস্টের সামনে নোহা মাইক্রোবাসটিকে থামার সংকেত দিলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে চারপাশ দিয়ে ঘেরাও করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।