শিরোনাম
বুধ. ডিসে ২৫, ২০২৪

খাগড়াছড়িতে সেনা জোনের উদ্যোগে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক:: বর্তমানে সারাদেশে ভারী বর্ষণের কারণে ও জলাবদ্ধতা, ভূমিধস এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছে। উক্ত প্রাকৃতিক দুর্যোগের কারণে খাগড়াছড়ির কিছু এলাকা প্লাবিত হয়ে পড়ে এবং সাধারণ জনগনের জীবন যাপন করতে কষ্ট হয়ে পড়ছে। এ দুর্যোগ মোকাবেলায় খাগড়াছড়ি জোন কর্তৃক ক্ষতিগ্রস্ত অসহায় ব্যক্তিবর্গের মাঝে ত্রাণ বিতরণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ উদ্যেগের প্রেক্ষিতে আজ (৯ আগস্ট) ২.৩০ মিনিটের দিকে দক্ষিণ মেহেদীবাগ এলাকায় ১০০ জন ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জোন কমান্ডার লে. কর্নেল আবুল হাসনাত।

বিতরণকালে জোন কমান্ডার বলেন, গত কয়েকদিন যাবত ভারী বর্ষণে জলাবদ্ধতাও ভূমি ধসের কারণে কিছু কিছু এলাকা প্লাবিত হয়ে পড়ে। উক্ত প্লাবিত এলাকায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারদের মাঝে খাগড়াছড়ি জোন ত্রাণ বিতরণের কার্যক্রম গ্রহণ করে। এই ত্রাণ খাগড়াছড়ি জোনে কর্মরত সেনাসদস্যদের রেশনের কিছু অংশ নিয়ে তৈরি করা হয়। তিনি আরও বলেন, ভবিষ্যতেও আমাদের এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। খাগড়াছড়িতে আমরা এক সাথে থাকবো এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!