শিরোনাম
বুধ. ডিসে ২৫, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:: মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের ধারাবাহিকতায় এবার চতুর্থ পর্যায়ের ২য় ধাপে রাঙামাটিতে আরও ২১৩ পরিবারকে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।

বুধবার (৯ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘরের চাবি হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন।

এরপরই রাঙামাটির কাউখালী উপজেলায় খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি প্রধান অতিথি থেকে গৃহহীন পরিবারদের মাঝে ঘরের চাবি হস্তান্তর করেন।

জেলা প্রশাসক মোশারফ হোসেন খানের সভাপতিত্বে এসময় রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক এস.এম ফেরদৌস ইসলাম, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান সামশুদ্দোহা চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাদিয়া নূরীয়া, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরশাদ সরকারসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে জেলা প্রশাসনের কার্যালয় থেকে জানানো হয়, রাঙামাটিতে ইতোমধ্যে চারটি পর্যায়ে রাঙামাটিতে ১৯১৬ পরিবারকে গৃহ ও জমির মালিকানা বুঝিয়ে দেওয়া হয়েছে। টাস্কফোর্স কমিটির সুপারিশ অনুযায়ী রাঙামাটি জেলায় ভূমিহীন পরিবারের সংখ্যা মোট দাঁড়িয়েছে ৪৫৩৪টি। পরবর্তীতে আরো ২৪০৫ পরিবারকে গৃহ ও জমির মালিকানা বুঝিয়ে দেওয়া হবে।

রাজস্থলীতে আরও ১টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেলো আশ্রয়ণের ঘর
চতুর্থ পর্যায়ে দ্বিতীয় ধাপে রাঙামাটির রাজস্থলী উপজেলায় আরোও ১ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেলো প্রধানমন্ত্রীর উপহারের ঘর। বুধবার (৯ আগস্ট) সকালে রাজস্থলী উপজেলা পরিষদ মিলনায়তনে রাজস্থলী উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ উপকারভোগীদের হাতে ঘরের চাবি হস্তান্তর করেন।

রাজস্থলী প্রেস ক্লাব সভাপতি আজগর আলী খানের সঞ্চালনায় এসময় গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, বাঙালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন দাশ, হোসেন চৌধুরী, রাজস্থলী উপজেলা খাদ্য বিভাগের ওসি এলএসডি সহ জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, হেডম্যান, কারবারি নানা শ্রেণীপেশার লোকজন উপস্থিত ছিলেন ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!