নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি :: খাগড়াছড়িতে শতাধিক খেলোয়াড ও ক্রীড়া সংগঠকদের মাঝে খাদ্যশস্য ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে জেলা স্টেডিয়ামে খাগড়াছড়ি পৌরসভার আয়োজনে এবং খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় এসব খাদ্যশস্যসহ নগদ অর্থ বিতরণ করা হয়।
খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক আজহার হিরার সঞ্চালনায় খাগড়াছড়ি পৌরসভার মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি রফিকুল আলমের সভাপতিত্বে জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ-সভাপতি বিশ্বজিৎ চাকমা, আজিমুল হক, সাধারণ সম্পাদক জুয়েল চাকমা ও সাবেক সাধারণ সম্পাদক তরুণ ভট্টাচার্য বক্তব্য রাখেন।
খেলোয়াডদের উদ্দেশে বক্তারা বলেন,বৈশ্বিক মহামারী করোনার কারণে ক্রীড়াঙ্গন মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরও খেলোয়াডদের মনোবল চাঙ্গা রাখতে হবে। নিয়মিত চর্চার মাধ্যমে যেকোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি রাখতে হবে।