নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ির পানছড়ি উপজেলার কৃতী ফুটবলার জুবাইর ইমনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়া আফরোজ। ভর্তি বাবদ ইমনকে এককালীন টাকা দিয়েছেন তিনি। আজ বুধবার (১২ জুলাই ২০২৩) বেলা ১১টায় ইউএনওর কক্ষে ইমনের হাতে এই সহায়তা তুলে দেওয়া হয়। সহায়তা পেয়ে ইমনের মুখে ফোটে স্বস্তির হাসি।
ইউএনওর এই মানবিকতা আজীবন মনে থাকবে বলে জানালেন জুবাইর ইমন। তিনি বলেন, ‘ইউএনও স্যার আমাকে সহযোগিতা না দিলে ভার্সিটিতে ভর্তি অনিশ্চিত ছিল। ইউএনও স্যার আমাকে প্রধানমন্ত্রীর উপহারের একটি দৃষ্টিনন্দন বাড়িও দিয়েছেন। ’ জুবাইর ইমন পানছড়ির তালুকদারপাড়া গ্রামের কৃষক মো. লোকমানের সন্তান।
তিনি একজন কৃতী ফুটবলার। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীও। এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্পোর্টস সাইন্স বিভাগে পড়ার সুযোগ পান তিনি। কিন্তু অর্থনৈতিক সমস্যার কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ছিল অনিশ্চিত।
সামাজিক যোগাযোগমাধ্যমে ইমনের বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগের খবরটি দৃষ্টিগোচর হয় পানছড়ি ইউএনও রুবাইয়া আফরোজের। অবশেষে ইউএনও ইমনের ভর্তির ব্যাপারটি নিশ্চিত করে ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন। ১৮ বছর বয়সী ইমন এরই মধ্যে চট্টগ্রাম প্রথম বিভাগ ও ঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল খেলেছে।
চট্টগ্রাম বিভাগীয় অনূর্ধ্ব-১৫ দলে অধিনায়কত্বের পাশাপাশি দীর্ঘ সময় ধরে বিকেএসপি ও ক্রীড়া অধিদপ্তর পরিচালিত দেশ সেরা চল্লিশের ক্যাম্পে ছিলেন দীর্ঘ সময় ধরে। শত ব্যস্ততার মধ্যেও বইয়ের সঙ্গে তাঁর সুসম্পর্ক ছিল। তাই এসএসসি ও এইচএসসিতে এসেছে ভালো ফলাফল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও পেয়েছেন পড়ালেখার সুযোগ।
ইমন বলেন, ‘পানছড়ি উপজেলা কৃষি অফিসার নাজমুল স্যার আমাকে এইচএসসিতে পড়াকালীন সহযোগিতা দিয়েছেন। ভার্সিটিতে ভর্তির ব্যাপারেও স্যার পাশে থাকবেন বলে জানিয়েছেন। তাছাড়া পানছড়ি ফুটবল একাডেমির ফুটবল কোচ ক্যপ্রুচাই মারমা স্যারের হাত ধরেই আমার ফুটবল জগতে আসা। পানছড়ি ফুটবল একাডেমিতে স্যার আমাকে ফুটবলের হাতেখড়ি দিয়েছেন। উনার কাছে চিরকৃতজ্ঞ।’