শিরোনাম
বুধ. ডিসে ২৫, ২০২৪

২৪ ঘন্টার আল্টিমেটামে ফুটপাত, সড়ক দখলমুক্ত চান রাঙামাটির এসপি


নিজস্ব প্রতিবেদক:: পর্যটন নগরী খ্যাত রাঙামাটি শহরকে পরিষ্কার-পরিছন্ন রাখতে পুরো শহরের সড়ক এবং ফুটপাত দখলমুক্ত করার জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন, রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ।

মঙ্গলবার সকালে (৪ জুলাই) জেলা শহরের বনরূপা এলাকায় বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসপি বলেন, কেউ দখল থেকে সরে না গেলে আমরা উচ্ছেদ অভিযান এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

তিনি আরও বলেন, রাঙামাটি শহর অনেক নিরাপদ এবং সুশৃঙ্খল। পর্যটকদের সুবিধার্তে শহরের সৌন্দর্য বৃদ্ধি, অবৈধ যানবাহন বন্ধ, দুর্ঘটনা এড়াতে লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সড়কে যানজটমুক্ত রাখতে পুলিশ সকলকে নিয়ে কাজ করবে।

এ সময় কমিউনিটি পুলিশিং জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সুশীল সমাজের প্রতিনিধি মনিরুজ্জামান মহসিন রানাসহ বিভিন্ন পরিবহনের মালিক, চালক সমিতির নেতৃবৃন্দ এবং পুলিশের কর্মকর্তারা বক্তব্য রাখেন।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!