নিজস্ব প্রতিবেদক:: পবিত্র ঈদুল আয্হার আজ দ্বিতীয় দিন। ঈদ শেষ হওয়ার দুদিন না যেতেই পার্বত্য খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দারবান থেকে বিভিন্ন স্থানে কর্মস্থলে দিকে রওনা হয়েছেন বিভিন্ন পেশার মানুষ।
গত ২৯ ও ৩০ জুন ঈদ কাটিয়ে খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান থেকে দেশের বিভিন্ন স্থালে কর্মরত বিভিন্ন পেশার মানুষ তাদের নিজ নিজ কর্মস্থলের দিকে রওনা হয়েছেন। একদিন আগেই রওনা হওয়ার কারণ হচ্ছে অধিক যানজট। প্রতিবছরই ঈদের ২ কিংবাদ ৩দিন আগে এবং পরে সড়কে অনেক যানজট দেখা যায়। যানজটের কারনে অনেকে সময়মত কর্মস্থলে পৌছাতে পারে না। এজন্য ছুটে শেষ হওয়ার একদিন আগেই কর্মস্থলে ফিরছেন বিভিন্ন পেশার মানুষ।