নিজস্ব প্রতিবেদক:: তিন পার্বত্য জেলার প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।
রোববার (২৬ জুন) সকালে বোর্ডের সম্মুখে এসব যন্ত্রপাতি বিতরণ করা হয়।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড জানায়, তিন পার্বত্য জেলার কৃষকদের জন্য ৪৮ লাখ টাকা ব্যয়ে ১২টি পাওয়ার টিলার, ২৪টি সারফেজ ওয়াটার পাম্প বিতরণ করা হয়েছে।
এসময় বোর্ডের ভাইস মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, সদস্য প্রশাসন জসিম উদ্দীন, সহকারী কটন ইউনিট অফিসার অপু সিং লিপ্সাসহ বোর্ডের অন্যান্য কর্মকর্তা এবং কৃষকরা উপস্থিত ছিলেন।