শিরোনাম
বুধ. ডিসে ২৫, ২০২৪

বান্দরবানে অভিযান চালিয়ে বিলুপ্ত প্রজাতির তক্ষকসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক:: বান্দরবানের লামায় অভিযান চালিয়ে বিলুপ্ত প্রজাতির বন্যপ্রাণী তক্ষক উদ্ধার করেছে পুলিশ। এসময় মো. কুতুব উদ্দিন (৪২) ও মো. নাজিম উদ্দিন(৪৫) নামে ২ পাচারকারীকে আটক করা হয়।

রবিবার (১৮ জুন) রাত সাড়ে ১১টায় উপজেলার ৩নম্বর ফাসিয়াখালী ইউনিয়নের ৭ মাইল নামক স্থান থেকে তাদেরকে আটক করা হয়। সোমবার (১৯ জুন) সকালে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

আটকরা হলেন- মো. কুতুব উদ্দিন(৪২) চকরিয়া ফাসিয়াখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মাদ্রাসা পাড়ার নুরুল হুদার ছেলে। মো. নাজিম উদ্দিন(৪৫) একই ইউপির সিকদার পাড়ার মৃত মো. পেটানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৩ নম্বর ফাসিয়াখালী ইউপির ৭ মাইল নামক স্থানে অভিযান পরিচালনা করে তাদের হাতে থাকা একটি বাজার ব্যাগে তল্লাশি চালিয়ে বিলুপ্ত প্রজাতির একটি তক্ষকসহ দুজনকে আটক করা হয়। এসময় তাদের সাথে থাকা একটি ইয়ামাহা মোটরসাইকেলও জব্দ করা হয়। পরে লামা থানা উপ-পুলিশ পরিদর্শক (এসআাই) মো. সাজ্জাদ চৌধুরী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী জানান, আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হবে।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!