নিজস্ব প্রতিবেদক:: বৈরী আবহাওয়া উপেক্ষা করে মীরসরাই উপজেলার ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাতকে অপহরণ, শারীরিক ও মানসিক নির্যাতনের পর মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর ছাত্রদল।
সোমবার (১৯ জুন) বেলা ১১টায় উপজেলা, পৌর ও তবলছড়ি গ্রীনহীল কলেজ ছাত্র দলের আয়োজনে এ বিক্ষেভ অনুষ্ঠিত হয়।
মাটিরাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক আহ্বায়ক নুর মোহাম্মদ রাব্বির নেতৃত্বে উপজেলা দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে মেইন রাস্তায় উঠার আগে পুলিশের বাধা ও বৃষ্টির কবলে পড়ে পুনরায় দলীয় কার্যালয়ে ফিরে যায়। পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে করা হয়।
সমাবেশে বক্তারা ছাত্রদল নেত্রীর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, রাষ্ট্রীয় ও সামাজিক সকল অপকর্মের সাথে ছাত্রলীগ জড়িত। তারা নৈতিকভাবে ছাত্র রাজনীতি করার অধিকার হারিয়েছে। তারা কলঙ্কিত অধ্যায় রচনা করেছে ছাত্র রাজনীতিতে ।
বক্তারা আরো বলেন, দেশে এক অরাজক পরিস্থিতি তৈরি করেছে সরকার। একদিকে পুলিশি নির্যাতন অন্যদিকে আওয়ামী সন্ত্রাসীদের হামলার শিকার হচ্ছে বিরোধী দলীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণ। অবিলম্বে নুসরাতকে অপহরণ ও নির্যাতনের সাথে জড়িত সকলকে গ্রেপ্তার করে আইনি ব্যবস্থা গ্রহণেরর দাবি জনানো হয়।
এ সময় মাটিরাঙ্গা উপজেলা ও পৌর ছাত্রদল, যুবদল, বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।