নিজস্ব প্রতিবেদক:: উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব ১৭(বালক) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জাতীয় গোল্ডকাপ টুর্ণামেন্ট অনুর্ধ্ব -১৭ ( বালিকা)- এর ফাইনাল (সমাপনী) খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে বিলাইছড়ি ইউনিয়ন বালক দল-১ ও বালিকা দল – ১ গোলে জয়লাভ করে প্রতিপক্ষ কেংড়াছড়ি ইউনিয়নকে হারিয়ে।
শনিবার (১৭ জুন) বিকেলে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩২ বীর বিলাইছড়ি সেনা জোনের উপ- অধিনায়ক মেজর মোঃ রেজাউর রহমান পিপিএম,পিএসসি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর, উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক বিভূতি-ভূষণ চাকমা এবং স্ব স্ব ইউনিয়ের চেয়ারম্যানগণ।