নিজস্ব প্রতিবেদক:: রাঙামাটি শহরের ভেদভেধীতে বজ্রপাতের আঘাতে বিদ্যুতিক শর্টসার্কিটে সৃষ্ট আগুনে বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। শনিবার দুপুরে ভেদভেদীর সালাম জমিদারের বসতঘরে এই দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে তবে ঘরটি ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায়।
ঘরটির ভাড়াটিয়া আব্দুল খালেক এসময় ঘরের বাইরে অবস্থান করায় ঘরটি তালাবদ্ধ অবস্থায় ছিলো। প্রত্যেক্ষদর্শী জানায়, দুপুরে বিকট শব্দের বজ্রপাত হলে সেটির আঘাতে সালামের ভাড়াটিয়া খালেকের ঘরের মিটারে আগুন ধরে যায়। এসময় মুহুর্তের মধ্যেই পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই পুরো ঘরটি আগুনে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এই দূর্ঘটনায় অন্তত ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানায়।