শিরোনাম
বৃহঃ. ডিসে ২৬, ২০২৪


নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আলোচিত মোটরসাইকেল চালক ওমর ফারুক হত্যা মামলার আসামি মো. ইমরান হোসেন (৩০) কে আটক করেছে পুলিশ।

বুধবার (১৪ জুন) আমতলী/ রামশিরা বাজার এলাকা হতে তাকে আটক করা হয়। ইমরান রামশিরা দেওয়ান বাজার এলাকার মো. মাসুম মিয়ার ছেলে।

উল্লেখ্য, গত ৩১ মে তবলছড়ির মোল্লা বাজার হতে মাটিরাঙ্গা যাওয়ার পথে মোটর সাইকেলসহ ফারুখ নিখোঁজ হয়। ২ জুন নিখোঁজ বাবা বাদি হয়ে মাটিরাঙ্গা থানায় সাধারণ ডায়রি করেন। পরবর্তীতে ৪ জুন বিকালে উপজেলার আমতলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মতুমগপাড়ায় এলাকায় স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে সিমান্তবর্তী এলাকা থেকে পুলিশ মোটরসাইকেল চালক ফারুকের গলিত লাশ উদ্ধার করে।

৫ জুন মোটর সাইকেল চালক মৃত ফারুকের বাবা বাদি হয়ে মাটিরাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আটককৃত আসামি ইমরান হোসেন পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আধুনিক তথ্য প্রযুক্তি ব্যাবহার করে এস আই মাসুদ আলম পাটোয়ারী নেতৃত্বে মোটরসাইকেল চালক ফারুক হত্যা মামলার আসামী ইমরান হোসেন নামে একজনকে আটক করা হয়েছে।

ফেনীর দাগনভুইয়া হতে মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!