শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

বিলাইছড়িতে পরিবার পরিকল্পনা কার্যক্রমে পদ্ধতি বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা

বিলাইছড়ি ( রাঙ্গামাটি) প্রতিনিধিঃ-– বিলাইছড়িতে LARC এবং PM গ্রহীতার হার বৃদ্ধির লক্ষ্যে Client Fair (গ্রহীতা মেলা) উপলক্ষ্যে অবিহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জুন) ক্লিনিক্যাল কনট্রাসেপশন সার্ভিসেস্ ডেলিভারি প্রোগ্রাম( সিসিএসডিপি) পরিবার পরিকল্পনা অধিদপ্তর -এর আয়োজনে এবং উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়-এর বাস্তবায়নে নিজ অফিসের হলরুমে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় ভার্চুয়ালী রিসোর্স পারসন হিসেবে যোগদেন উপ-পরিচালক পরিবার পরিকল্পনা বিভাগ রাঙ্গামাটি’র সাহানা ওয়াজ ও ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডাঃ রফিকুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মেডিকেল অফিসার ডাঃ পঙ্কজ কান্তি সরকার, ডাঃ সারোয়ার হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম চাকমা, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী ( কার্যালয়) ভানুমতি তঞ্চঙ্গ্যা এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক( মাঠ পর্যায়) শান্ত বাবু তঞ্চঙ্গ্যা’সহ এনজিও কর্মকর্তা এবং কার্যালয়ের কর্মচারী।

কর্মশালায় জানা যায়, আগামী ১৫ – ১৭ জুন ইনজেকশন ক্যাম্প স্ব – স্ব সেবা কেন্দ্রে এবং১৯ জুন দীর্ঘমেয়াদী ইনপ্ল্যান্ট ক্যাম্প উপ- স্বাস্থ্য কমপ্লেক্স দেওয়া হবে। তাই পরিবার পরিকল্পনা কার্যালয়ের জরিপ মতে, উপজেলা ৮৮৮৮ দম্পতি রয়েছে। তাই যারা দীর্ঘমেয়াদী ও স্থায়ী পদ্ধতি এই সেবা নিতে চান যথাসময়ে উপস্থিত থাকাট জন্য অনুরোধ রইল।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!