শিরোনাম
বুধ. ডিসে ২৫, ২০২৪

১৮ জুন রাঙামাটির ৮১১৯৪ শিশুদের খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল


নিজস্ব প্রতিবেদক:: আগামী ১৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে রাঙামাটির জেলার ৮১১৯৪জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কথা জানিয়েছে রাঙামাটি সিভিল সার্জন অফিস।

সোমবার (১২জুন) সকালে এ উপলক্ষে রাঙামাটি সিভিল সার্জন সম্মেলন কক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং রাঙামাটি জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

রাঙামাটি জেলা সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন সভায় বক্তব্য রাখেন, রাঙামাটি প্রবীণ সাংবাদিক ও সাবেক রাঙামাটি প্রেসক্লাব সভাপতি একেএম মকছুদ আহমদ, প্রেসক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেন।

এ সময় উপস্থিত ছিলেন, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, সিনিয়র সাংবাদিক সুশীল প্রসাদ চাকমাসহ অন্যান্যরা।

রাঙামাটি জেলা সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা জানান, এবার রাঙামাটির ১০ উপজেলা ও দুটি পৌরসভায় মোট ৮১১৯৪ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ৬-১১ মাস বয়সী ৯,৩৫৫ জন শিশু ও ১২-৫৯ মাস বয়সী ৭১,৮৩৯ জন শিশু খাওয়ানোর লক্ষমাত্র নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, ক্যাপসুল খাওয়ানোর সময় শিশুরা একটু বমি বা অস্বস্থিতে ভোগতে পারে। এতে বিচলিত না হয়ে শিশুটিকে বিশ্রাম বা পুষ্টি জাতীয় খাবার খাওয়ালেই ঠিক হয়ে যাবে।

ডাঃ বিপাশ খীসা আরো বলেন, রাঙামাটির বেশিরভাগ উপজেলা দূর্গম হওয়ায় আমরা সেবা পৌছে দিতে বিরম্বনায় পড়ি। আমরা সকল প্রতিকূল পরিবেশ অতিক্রম করেই দূর্গম এলাকাগুলোতে নিয়মিত সেবা দিয়ে যাচ্ছি। সেবার মান বৃদ্ধির জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!