শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

বিলাইছড়িতে নবাগত জোন কমান্ডারের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক: ৩২ বীর বিলাইছড়ির নবাগত জোন কমান্ডার লেঃ কর্ণেল রিফায়েত করিম চৌধুরী পিএসসি’কে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বরণ করলো উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন। বরণ করে নিলো উপজেলা আওয়ামী লীগসহ জন প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং নেতৃবৃন্দ। এতে বিলাইছড়ি বাসীর সম্মানে আন্তরিকভাবে বরণ ও সম্মানিত হলো প্রধান অতিথি নবাগত এই জোন কমান্ডার। তিনি গত ১০ ই জুন দায়িত্ব গ্রহন করেছেন বলে জানা যায়। এসময় জোন কমান্ডারের সহ ধর্মিণী সহ উপস্থিত ছিলেন বিলাইছড়ি জোনের উর্ধ্বতন সেনা কর্মকর্তা।

সোমবার (১২ জুন) উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বরণ সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান লাল এ্যাংলিয়ান পাংখোয়া, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান এবং থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর।

এছাড়াও উপস্থিত ছিলেন ১ নং বিলাই ছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, ২ নং কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রামাচরণ মার্মা( রাসেল)৩ নং ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম সাইদুল ইসলাম প্রমূখ।

বক্তারা বলেন,সেনা প্রাশাসন,পুলিশ প্রশাসন,উপজেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন ও দলীয় নেতৃবৃন্দ নিয়ে একটা টীম (টীম ওয়ার্ক) করে নিরাপত্তা, শান্তি, সম্প্রতি, শৃঙ্খলা ও উন্নয়নে একে অপরের সহযোগিতা নিয়ে একযোগে কাজ করার আহবান জানান।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!