নুরুল আলম: “প্লাস্টিক দূষণ সমাধানে-সামিল হই সকলে” এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা।
সোমবার (৫ জুন ২০২৩) সকালে গুইমারা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালীতে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, গুইমারা থানার এসআই জহিরুল ইসলাম, গুইমারা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন, গুইমারা সদর ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমানসহ সরকারি বে-সরকারি কর্মকর্তা-কর্মচারি, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিক।
আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বেশি বেশি বৃক্ষ রোপন করতে হবে। বৃক্ষ নিধন এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করতে হবে। এছাড়াও বিভিন্ন দিক নিদের্শনা মূলক বক্তব্য দিয়ে সভার সমাপ্তি করা হয়।