নুরুল আলম:: নানান আয়োজনে খাগড়াছড়ি জেলার ২৪ আর্টিলারী গুইমারা রিজিয়নের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়েছে। এসময় গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: কামাল মামুন বিএএমএস এনডিসি পিএসসি জি আমন্ত্রীত অতিথি শহিদ লেফটেন্যান্ট মুশফিকুর রহমানের বড়ভাই সালাউদ্দিন আহাম্মদ কে সংবর্ধনা প্রদান করেন।
সোমবার (৫ জুন ২০২৩) দুপুরে অনুষ্ঠিত গুইমারা রিজিয়নের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে রিজিয়নের সকল সেনাসদস্য, বিজিবি সদস্য, আনসার প্রতিরক্ষাবাহিনী, নব নির্বাচীত খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদক ও সাবেক সভাপতি ও সম্পাদক এবং স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারি উপস্থিত ছিলেন।
শহিদ লেফটেন্যান্ট মুশফিকুর রহমানের স্মৃতিচারণে তারই বড় ভাই সালাউদ্দিন আহাম্মদ কে সংবর্ধনা দেওয়ার পর শহিদ লেফটেন্যান্ট মুশফিকুর রহমানের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ন তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন অতিথিরা। পরে কেক কাটা ও প্রীতিভোজের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন সমাপ্তি করা হয়।