নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে কোটি টাকার অধিক ব্যায়ে গুইমারা বাজারের চাউল, মাছ-মাংষ, সবজী শেড নির্মান কাজে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে সংশ্লিষ্ঠ ঠিকাদারের বিরুদ্ধে।
পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে গুইমারা উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি জাহাঙ্গীর আলমের মালিকানাধীন মুক্তা এন্টারপ্রাইজ নামক ঠিকাদারী প্রতিষ্ঠান ২০১৬-২০১৭ সালে গুইমারা বাজারস্থ চাউল, মাছ, মাংস ও সবজি সেড নির্মাণ কাজ শুরু করে। প্রথম ও দ্বিতীয় ধাপে দুই কিস্তির ৬৬ লক্ষ টাকার অনুকুলে নির্মাণকাজ শেষ হওয়ার পর ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক জাহাঙ্গীর আলম মৃত্যুবরণ করায়। বর্তমানে কিত্তিময় চাকমা নামের অপর ঠিকাদার ৬০লক্ষ টাকা ব্যয়ে প্রকল্পের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে ২০২২-২০২৩ অর্থ বছরে তৃতীয় ধাপে বরাদ্দ পেয়ে নির্মান কাজ শুরু করে। কিন্তু নির্মাণ সামগ্রীর অধিকাংশ অত্যন্ত নিম্নমাণের।
সরেজমিনে গিয়ে দেখা যায, ১নং ইটের স্থলে ২ ও ৩নং ইট, মাটি মিশ্রিত বালু ও নাম মাত্র সিমেন্ট দিয়ে চলছে নির্মাণ কাজ। ওয়ালের গাথুনীতেও একই চিত্র। এব্যাপারে ঠিকাদার কিত্তিময় চাকমার সাথে মুঠোফোনে যোগাযোগ করে নিম্নমানের ইট ব্যবহারের ব্যাপারে জানতে চাইলে তিনি হুংকার দিয়ে বলে যা দিয়ে কাজ চলছে তা দিয়েই চলবে।
বিষয়টি গুইমারা বাজার কমিটির সদস্যদের জানালেও এখানো এর বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা গ্রহন করা হয়নি।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী প্রশান্ত কুমার হালদারের সাথে মুঠোফোনে যোগাযোগ করে ও নিম্নমানের ইটের ছবি দেখানোর পর তিনি বলেন, “নিম্নমানের সামগ্রী ব্যবহার করলে তা আমরা গ্রহণ করবোনা, স্থানীয় বাজার কমিটির লোকজন দিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার পরামর্শ দেন।”