শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

গুইমারাতে বিআরডিবি সরকারী বাগানের গাছ কেটে সাবাড়; দায় নিচ্ছে না কেউ


নিজস্ব প্রতিবেদক::
গুইমারার বাইল্যাছড়ি সাইনবোর্ড এলাকায় অবস্থিত বিআরডিবি সমিতির সরকারী বাগানের গাছ কেটে সাবাড় করে দিচ্ছে একটি চক্র। আর এ গাছ কাটাকে কেন্দ্র করে একে অপরের উপর দায় চাপাচ্ছে। সরকারি বাগানের গাছ কাটার সংবাদ পেযে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় ৫ একর ভূমির কাঠ বাগানের প্রায় গাছশূন্য হয়ে গেছে। অতি সম্প্রতি বাগানে আগাছা পরিষ্কারের নামে বেশ কিছু বড় বড় গাছ কেটে নিয়ে গেছে গাছ খেকো চক্র এবং কিছু কেটে ফেলে রাখা হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক এক কার্বারী বলেন, “আমিও এ বাগানের একজন সদস্য ইউসিসিএ এর মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন (বাবলু) জঙ্গল কাটার কথা বলে গাছ কেটেছে বলে তিনি দাবী করেন। এই বাগানের সাথে সম্পৃক্ততা রয়েছে মাটিরাঙ্গা উপজেলার পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: হুমায়ুন কবির পাটোয়ারী, মাটিরাঙ্গা ইউসিসিএ লি: পল্লী উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান মো: জাকির হোসেন বাবুল, কৃষি সমবায় সমিতির সদস্য তাপস ত্রিপুরা। ঘটনার বিষয় জানার জন্য উপরোক্ত ব্যক্তিদের সাথে দেখা করতে তাদের অফিসে গেলে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে অফিসের দরজা লাগিয়ে অন্যথায় চলে যায়। তাই তাৎক্ষনাৎ তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।”

এ বিষয়ে জানতে চাইলে গুইমারা উপজেলার বিআরডিবি কর্মকর্তা( ভারপ্রাপ্ত) হুমায়ুন কবির বলেন, সংবাদ পেয়ে লোক পাঠিয়ে গাছ কাটার তথ্য পেয়েছি তবে কে বা কাহারা কেটেছে সুনির্দিষ্ট করে তিনি বলতে পারেন না।

এ বিষয়ে মাটিরাঙ্গা ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন বাবলুর কাছে জানতে চাইলে তিনি অস্বীকার করে বলেন, “জঙ্গল কাটার কথা আমি জানি কিন্তু গাছ কাটার বিষয়ে আমি কিছুই জানিনা। দুষ্ট চক্রের লোকজন কেটে আমার বদনাম করছে। দুষ্ট চক্র কারা তা তিনি পরিস্কার করে কারো নাম বলেননি।

গুইমারা সদর ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা জানান, বিআইডিবির যে একটি বাগান রয়েছে সেই বাগানের গাছ গুলো কেটে নিয়েগেছে। এখানে ৫০ বছর পুরোনো গাছ রয়েছে। এগুলো কেটে সুপরিকল্পিত ভাবে নিয়ে গেছে। এর আগেও জঙ্গল কাটার নাম করে মূল্যবান গাছ কেটে নিয়ে গিয়েছিল। এই বিষয় গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরীকে জানালে তিনি মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার কে অবগত করেন।

বিআরডিবি জায়গার গাছ কাটার বিষয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজি চক্রবর্তী সাথে যোগাযোগ করলে তিনি বলেন, গাছ কাটার বিষয়ে এখনো কোনো প্রকার অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!