শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

কুস্তি প্রতিযোগিতা ফাইনালে চ্যাম্পিয়ন খাগড়াছড়ি ব্যাটালিয়ন

খেলাধুলা শৃঙ্খলা বোধ মনোবলকে সুদৃঢ় করে

নুরুল আলম : খাগড়াছড়ি সেক্টর আন্ত: ব্যাটালিয়ন কুস্তি প্রতিযোগিতা ২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। “খেলাধুলা বুদ্ধি, জ্ঞান,মেধা ও শরীর বৃদ্ধির বিকাশ ঘটায়,খেলাধুলা পরস্পরের প্রতি সম্প্রীতি ও সৌহার্দ্য গড়ে উঠাসহ নানা স্লোগানে এতে ৫টি দল ফাইনালে অংশ নেয়। মঙ্গলবার ( ৩০ মে ২০২৩) সকালে ঐতিহাসিক খাগড়াছড়ির স্টেডিয়ামের ইনডোরে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)র ব্যবস্থাপনায় আয়োজিত ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, বিজিবিএম, পিবিজিএম।

এ সময় তিনি প্রধান অতিথি বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার তুলে দেন। এতে প্রধান অতিথি বলেন, শৃঙ্খলা মানুষকে দক্ষ করে গড়ে তোলে। আজকের এ খেলা নিজেদের সুস্থ জীবন ও গতিধারার শিক্ষার পাশাপাশি সুখ এবং দুঃখের মধ্যে দিয়ে মানুষকে বেঁচে থাকার শিক্ষা দেয়। একই সাথে শৃঙ্খলাবোধ,দৃঢ়তা,মনোবলকে আরো সুদৃঢ় করে গড়ে তোলে বলে তিনি মন্তব্য করে তিনি সকল ব্যাটালিয়ের খোলায়ারদের ভালো ফলাফলের চেষ্টা অব্যাহত রাখার আহবান জানান।

এর আগে চুড়ান্ত প্রতিযোগিতা শেষে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) ৪টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ৪টি তাম্র পেয়ে চ্যাম্পিয়ন এবং বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) ২টি স্বর্ণ,৩ টি রৌপ্য এবং ১ টি তাম্র পদক পেয়ে রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। এছাড়াও এতে বিচারক মন্ডলির বিবেচনায় বাবুছড়া ব্যাটালিয়ন (০৭ বিজিবি) এর সিপাহী মইনুর রহমান রিয়েল শ্রেষ্ঠ খেলোয়াড় এবং খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) এর সিপাহী মেহেদী হাসান শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছে।

খেলায় অংশ নেওয়া দলের সদস্যরা নিজেদের নিজের কৌশলকে কাজে লাগিয়ে প্রতিপক্ষকে পরাজিত করে জয়ের মুকুট ছিনিয়ে নেয়। এতে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) ৪টি স্বর্ণ,৩টি রৌপ্য ও ৪টি তাম্র পেয়ে চ্যাম্পিয়ন হয়। বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) ২টি স্বর্ণ,৩ টি রৌপ্য এবং ১টি তাম্র পদক পেয়ে রানার আপ হয়।

প্রতিযোগতায় খাগড়াছড়ি সেক্টরের অধীনস্থ পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি), বাবু ছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি),মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি),খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) ও বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)সহ ৫টি ব্যাটালিয়নের ৮২ জন খেলোয়াড় ৯টি ওজন শ্রেনীতে অংশগ্রহণ করে চমৎকার ক্রীড়া নৈপূন্য প্রদর্শন করে। গত রবিবার (২৮ মে ২০২৩) থেকে শুরু হয় এ খেলা। প্রতিযোগিতায় খাগড়াছড়ি সেক্টর এর অধীনস্থ ৫টি বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়কগণসহ সংশ্লিষ্টরা এতে উপস্থিত ছিলেন।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!