শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

রাঙামাটির রাবিপ্রবি’তে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

॥ আকাশ মনু-রাঙামাটি ॥ রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুস্থ ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙামাটি সরকারি কলেজ ও মনোঘর আবাসিক বিদ্যালয় ৩টি কেন্দ্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শনিবার দুপুর বারোটায় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় দুপুর একটায়। ভর্তি পরীক্ষার কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ড.সেলিনা আক্তার। এসময় আরও উপস্থিত ছিলেন, প্রো-ভিসি ড.কাঞ্চন চাকমাসহ অন্য শিক্ষক্ষরা।

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও শহরের তিনটি কেন্দ্রে মোট তিন হাজার ৮৮ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়। সুষ্ঠু ও সুন্দরভাবে উৎসবমুখর পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচর্য ড.সেলিনা আক্তার বলেন, রাঙামাটির সকলের সহযোগিতায় গুচ্ছ পদ্ধতিতে (জিএসটি) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ করতে পেরেছিলাম। আজও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজকের ‘সি’ ইউনিটে তিন হাজার ৮৮ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

তিনটি ইউনিটে মোট ১৯ হাজার ৪৬৩ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করছে। আগামী ৩ জুন ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশাসনসহ সকলের সার্বিক সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!