নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনটহরী এলাকার এক শ্রেণীর দুষ্টচক্র গাছপালা কেটে নিয়ে এবং ভুমি দখল ও নানান ভাবে দাঙ্গা সৃষ্টি করে আসছে। সেই চক্রটি সুপরিকল্পিত ভাবে পূর্বে অবৈধভাবে কর্তনকৃত গাছ চুরি করে নিয়ে যাওয়ার সময় মানিকছড়ি থানার কর্তব্যরত এসআই গাছটি আটক করে স্থানীয় মেম্বারের জিম্মী রাখে।
বৃহস্পতিবার (২৫ মে ২০২৩) সকালে মানিকছড়ি উপজেলার তিনটহরী এলাকার মৃত সিদ্দিক আহাম্মদের ছেলেদের জায়গা থেকে পূর্বে কর্তনকৃত গাছ অবৈধভাবে নিয়ে যাওয়ার সময় জায়গার মালিক বাধা দেয় কিন্তু চোরাকারবারীরা বাঁধা উপেক্ষা করে গাছ নিয়ে যায় পরে বিষয়টি মানিকছড়ি থানায় জানালে থানার ওসি আনচারুল করিম এর নির্দেশে এস আই আওলাত হোসেন এর হস্তক্ষেপে গাছ চোরাকারবারিদের জিজ্ঞাসা পূর্বক গাছ নেওয়ার উপর নিশেধাজ্ঞা জারি করেছেন। এসময় গাছ গুলো চোরাকারবারীদের থেকে উদ্ধার করে যে স্থান থেকে গাছটি চুরি করেছিল সেই স্থানে পূনরায় রেখে স্থানীয় জনপ্রতিনিধি তিনটহরী ৩নং ওয়ার্ড সদস্যের নিকট জিম্মী রাখা হয়।
গত ১৮ মার্চ ২০২১ সকালে এরশাদ মিয়া ও মো: শাহিন এর নির্দেশে কাঠ ব্যাবসায়ীরা মালিকানা যাচায় না করে ছিদ্দিক আহাম্মদের ছেলে শাহ আলম ও আবু তালেব গংদের নামীয় জায়গা হইতে ০৩ (তিন) টি চাপালিশ গাছের মধ্যে ০১ টি কেটে ফেলে এবং অপর দুইটি কাটার জন্য প্রস্ততি নিলে তারা দেখতে পেয়ে তাদের কে গাছ কাঁটতে বাঁধা দিলে বাধা অমান্য করে। পরে তৎক্ষণিক ৯৯৯-এ কল দিলে মানিকছড়ি থানার কর্তব্যরত পুলিশ ঘটনাস্থালে গিয়ে গাছ কাটার উপর নিষেধাজ্ঞা দেয়।
পুলিশের এমন হস্তক্ষেপে স্থানীয়রা সস্তোষ প্রকাশ করে বলেন, অবৈধ ভাবে গাছ কাটা ও চোরা কারবারীদের বিরুদ্ধে প্রশাসন এভাবে হস্তক্ষেপ করলে ভবিষ্যতে তারা অন্যায় কাজ করতে সাহস পাবে না। পুলিশের এমন কাজকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগি পরিবার।