আকাশ মনু, রাঙ্গামাটি প্রতিবেদক:: রাঙামাটি শহরে রাতের অন্ধকারে ছুরিকাঘাত করে প্রভাত চাকমা(৫০) নামের এক ব্যক্তিকে হত্যা করেছে দূর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার সময় রাঙামাটি শহরের রাঙ্গাপানি মোনঘর এলাকার সেগুন বাগান থেকে নিহতের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো: আরিফুল আমিন জানিয়েছেন, উদ্ধারকৃত মরদেহটি আমরা ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করেছি। তিনি জানান, নিহত ব্যক্তির নাম প্রভাত চাকমা এবং তিনি রাঙামাটি শহরের দেবাশীষ নগর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার বাড়ি খাগড়াছড়ির দীঘিনালা এলাকায়।
ওসি জানান, প্রাথমিকভাবে মরদেহের বাম কাঁধে ধারালো ছুরি দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারনা করছি প্রচুর রক্তক্ষরণের ফলে তিনি মারা গেছেন। তারপরও ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে বিস্তারিত জানা যাবে। হত্যাকান্ডটি কি বা কেন ঘটেছে তার সঠিক তথ্য দিতে পারেনি পুলিশ তবে রাজনৈতিক অন্র্তকোন্ডলে এ হত্যাকান্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এই ঘটনায় বিস্তারিত খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন ওসি আরিফুল আমিন।