মনু মারমা, রাঙামাটি প্রতিবেদক:: রাঙামাটিতে মৎস্যজীবী লীগের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের আলোচনা সভা পরে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
এসময় বক্তারা বলেন, বর্তমান সরকার সকল পেশাজীবিদের জন্য নানান সুবিধা দিয়ে আসছে। এছাড়া জেলেদের জন্য সরকারের তরফ থেকে ভিজিএফ কার্ডের মাধ্যমে বিশেষ সুবিধার ব্যবস্থা করেছে যা অত্যন্ত প্রশংসনীয়।
জেলা মৎস্যজীবী লীগের সভাপতি উদয়ন বড়ুয়ার সভাপতিত্বে এবং জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক ও সদর থানার সাধারণ সম্পাদক ফুটন্ত চাকমার সঞ্চালনায় এসময় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি মো: মুছা মাতব্বর। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: শাওয়াল উদ্দিন, বিশেষ অতিথি রফিক আহম্মদ তালুকদার, নাছির উদ্দীন তালুকদার, বিশেষ বক্তা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মো: শহিদুজ্জামান মহসিন রোমান, জেলা আওয়ামী লীগের সদস্য আশিষ দাশ গুপ্ত।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, কৃষক লীগের সাধারণ সম্পাদক উদয় শংকর চাকমা, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মো: শাহাজাহান, জেলা যুব মহিলা লীগের সভাপতি রোকেয়া আক্তার, ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা।