নুরুল আলম:: রাঙামাটির কাপ্তাই প্রজেক্ট এলাকায় নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ২০ঘন্টার পর মরদেহ উদ্বার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মে) সকাল ৮টায় হাদি টিলা আনসার ক্যাম্প এলাকার কর্ণফুলী নদী হতে কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স উদ্ধার কর্মীরা নিখোঁজ সিরাজুল সালেহিন আকিবের (২৪) মরদেহ উদ্বার করেছে।
আকিব চট্রগ্রাম পোর্ট সিটি ইউনিভার্সিটির এমবিএর অধ্যয়নরত একজন ছাত্র। গতকাল বুধবার দুপুর ১টায় উক্ত শিক্ষার্থী বিউবো হাদি টিলা কর্ণফুলী নদীতে বন্ধুদের নিয়ে গোসল করতে গিয়ে ঝড় হওয়ায় পানিতে তলিয়ে যায়। সে ৪নং ইউনিয়ন ৭নং ওয়ার্ডে বসবাস করে। তাহার পিতা সহিদুল ইসলাম বাবু ই এমডি-২ ফিটার পদে কাপ্তাই পিডিবিতে কর্মরত।
কাপ্তাই ফায়ার সার্ভিস স্টেশন লিডার মো.আব্দুল কাইয়ুম জানান সকালে উদ্বার কর্মীরা নদী হতে লাশ উদ্ধার করি।
কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহীনুর রহমান মিয়া জানান, ২০ ঘন্টা পর নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ নদী হতে উদ্ধার করা হয়েছে এবং কোন অভিযোগ না থাকায় বিউবো প্রশাসন বা লোকাল প্রতিনিধির বিবেচনায় ময়নাতদন্ত ব্যতিত লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।