নুরুল আলম :: খাগড়াছড়ি জেলাধীন মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকায় প্রায় ১৫০ জন শিশুর মাঝে খাবার বিতরণ করেছে তরুণ এক ছাত্রলীগ নেতা।
শনিবার পূর্ব গচ্ছাবিল জামে মসজিদের সামনে শিশুদের হাতে খাবার তুলে দেন মানিকছড়ি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম।
২নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মো: সোলায়মান হোসেন এর উদ্যোগে এতে উপস্থিত ছিলেন, মানিকছড়ি উপজেলা যুবলীগ নেতা লিয়াকত হোসেন, ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ আকরাম, পূর্ব গচ্ছাবিল জামে মসজিদের ইমাম মোঃ ইলিয়াস হোসেন প্রমূখ।
এতে শিশুদের খাদ্য বিতরণকারী উদ্যোগতা ছাত্রলীগ নেতা মোঃ সোলায়মান বলেন, শিশুদের মেধার বিকাশসহ তাদের আনন্দ দিতে এ ধরনের কার্যক্রম হাতে নিয়েছি। নিজ উদ্যোগে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এবং সকলের মধ্যে যাতে আন্তরিকতার মনোভাব ও আনন্দঘন পরিবেশ বজায় থাকে সে প্রচেষ্টা অব্যাহত রাখার কথা জানান ছাত্রলীগের তরুণ এই নেতা।