শিরোনাম
বুধ. ডিসে ২৫, ২০২৪

রামগড়ে বিনামূল্যে চিকিৎসা সেবা পেল ৪ শতাধিক মানুষ


নুরুল আলম:: খাগড়াছড়ির রামগড় উপজেলায় বিজিবির ফ্রী মেডিকেল ক্যাম্পইনে ৪০২ জন দুস্থ পাহাড়ি ও বাঙ্গালি রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়েছে।

বুধবার (১০ মে) বর্ডার গার্ড বাংলাদেশ রামগড় জোন (৪৩ বিজিবি) সোনাইআগা ও যৌথ খামার এলাকায় এ চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করেন। রামগড় জোনের জোন কমান্ডার লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম, পিএসসি, জি+ এর উদ্বোধন করেন।

এ সময় বিজিবি জানান, দুজন চিকিৎক দ্বারা ক্যাম্পেইনে সর্বমোট ৪০২ জন দুস্থ্ পাহাড়ি ও বাঙ্গালি জনসাধারণ বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ গ্রহণ করেন।

রামগড় জোনের জোন কমান্ডার লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম বলেন, সীমান্ত এলাকায় অপরাধ দমন, চোরাচালান রোধ ও সম্প্রীতি রক্ষার পাশাপাশি রামগড় জোন (৪৩ বিজিবি) কর্তৃক অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সেবামূলক কাজে সবসময় জনগণের পাশে থাকবে।

এছাড়াও গরীব ও দুস্থ্ জনসাধারনের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য রামগড় জোন কর্তৃক উন্নয়নমূলক কার্যক্রমের ধারা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!