শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

পাহাড়ের ধর্মীয় গুরু নন্দ পাল মহাস্থবির ৭১তম জন্মদিন উদযাপন


নুরুল আলম::
পাহাড়ের অন্যতম বৌদ্ধ ধর্মীয় গুরু শ্রীমৎ নন্দ পাল মহাস্থবির ভান্তের ৭১তম জন্মদিন পালন করেছে বৌদ্ধ ধর্মালম্বী নর-নারীরা।

এ উপলক্ষে বুধবার (১০ মে) সকালে দীঘিনালা বন বিহারের মাঠে, বুদ্ধ পতাকা উত্তোলনের পর মঙ্গল প্রদীপ প্রজ্জলন ও কেক কেটে জন্ম দিন পালন করা হয়।

ভান্তের জন্মদিন উপলক্ষে বুদ্ধ মুর্তি দান, সংঘ দান, অষ্ট পরিষ্কার দান, বৌদ্ধ ভিক্ষুদের পিন্ড দানসহ নানাবিধ দান, পঞ্চশীল গ্রহণ , স্বধর্ম শ্রবণসহ ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন বৌদ্ধ বিহারে বৌদ্ধ ভিক্ষু ও বৌদ্ধ ধর্মালম্বী নর-নারীরা উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার বিকেলে (সাড়ে ৪টায়) বৌদ্ধ যুব ঐক্য পরিষদের উদ্যোগে এক বর্ণিল শোভাযাত্রার মাধ্যমে দীঘিনালা বড়াদম উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ভান্তেকে নন্দ পাল মহাস্থবির ভান্তেকে দীঘিনালা বন বিহারে আনা হয়। তিনি হচ্ছে পাহাড়ের প্রধান বৌদ্ধ ধর্মীয় গুরু রাঙামাটির রাজ বনবিহারে পরিনিবানর্কৃত শ্রীমৎ সাধানা নন্দ মহাস্থবির বন ভান্তের প্রধান শিষ্য। তিনি আজ থেকে ৫০ বছর আগে রাঙামাটির তিনটিলা বন বিহারের বন ভান্তের নিকট শিষ্যত্ব লাভ করেন। বর্তমানে তিনি ভারত, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, ফ্রান্স, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে ধর্ম প্রচার করছেন।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!