আল-মামুন:: খাগড়াছড়িতে মানুষের মুখে হাঁসি ফোঁটাতে প্রতি বছরের ন্যায় এবারো ঈদ সামগ্রী বিতরণ করেছে আলম পরিবার। বুধবার (১৯ এপ্রিল ২০২৩) সকাল থেকে বিকেল পর্যন্ত পানখাইয়া পাড়াস্থ নিজ বাস ভবনে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় প্রায় ৮ শতাধিক স্থানীয়দের মাঝে এসব ঈদ উপহার সামগ্রী তুলে দেন। ঈদ উপহার সামগ্রীর মধ্যে প্রতি পরিবারকে চাউল, সেমাই, চিনি, তেল, পেঁয়াজ ও নগদ টাকা তুলে দেন পরিবারের পক্ষ থেকে।
বিতরণ কালে খাগড়াছড়ির সাবেক মেয়র রফিকুল আলম, তারই ছোট ভাই খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, ভাই মুজিবুল আলমসহ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজ ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।
পরিবারের পক্ষ থেকে সাবেক পৌরসভার মেয়র মো. রফিকুল আলম ও দিদারুল আলম বলেন, সকলের মুখে হাঁসি ফুঁটিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এ ধরনের উদ্যোগ নিয়েছে। প্রতি বছরের মত এই বছরেও আলম পরিবার সাধারন মানুষের পাশে থেকে কাজ করার যে প্রয়াস তা অব্যাহত রাখার চেষ্টা চলমান আছে এবং আগামীতেও থাকবে।
এছাড়াও সকলে মিলে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে কাজ করে যাবে। তারই অংশ হিসেবে আগামীতেও সাধ্যমত চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান সুনাম ধন্য পরিবারটি।