নুরুল আলম:: পবিত্র মাহে রমজান উপলক্ষে বিজিবি, সেক্টর সদর দপ্তর গুইমারা এবং বিজিবি হাসপাতাল গুইমারা কর্তৃক ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১৭ এপ্রিল ২০২৩ বর্ডার গার্ড বাংলাদেশ, সেক্টর সদর দপ্তর, গুইমারা এবং বর্ডার গার্ড হাসপাতাল, গুইমারা এর সার্বিক ব্যবস্থাপনায় পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে গুইমারা এলাকায় বসবাসরত প্রায় ৪ শতাধিক দুঃস্থ ও দরিদ্র জনসাধারণের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
মুলতঃ সকলের সাথে একাত্মতা ও সহমর্মিতা প্রকাশের জন্যই এ উদ্যোগ। উক্ত ইফতার সামগ্রী বিতরণে গুইমারা সেক্টরের সেক্টর কমান্ডার, অতিরিক্ত পরিচালক (অপারেশন), গুইমারা হাসপাতালের ভারপ্রাপ্ত অধিনায়ক ও অন্যান্য অফিসারবৃন্দ এবং গুইমারা সেক্টর ও গুইমারা হাসপাতালের জুনিয়র কর্মকর্তা ও অন্যান্য পদবীর সদস্যবৃন্দ, স্থানীয় ইলেক্ট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।