নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ি জেলা শহরস্থ মোহাম্মদপুরের ১২ বছরের প্রতিবন্ধী মেয়েকে শ্লীলতাহানির অভিযোগে মালেক সর্দার নামে একজনকে আটক করেছে পুলিশ।
রবিবার (১৭ এপ্রিল) দুপুরের মের্সাস সর্দার ট্রেডার্সে (দোকানে) মেয়েটি পণ্য ক্রয় করতে আসলে দোকানের আশেপাশে কেউ না থাকায় এ সুযোগে মেয়েটিকে একা পেয়ে এক কোণায় নিয়ে গিয়ে ধস্তাধস্তির পরে ধর্ষণ করেছে বলে অভিযোগ করেন প্রতিবেশীরা। পরে মেয়েটি সেখান থেকে ছাড়া পেয়ে কান্না করতে করতে প্রতিবেশী এক মহিলাকে বিষয়টি খুলে বলেন এবং শরীরের বিভিন্ন স্থানে দাঁতের কামড়ের আঘাত ও নির্যাতনের দাগ দেখানো হয় বলে জানা যায়।
প্রতিবন্ধী মেয়ের এই অবস্থা দেখার পরে ওই মহিলা(নাম প্রকাশ করতে অনিচ্ছুক) আসামি মালেক সর্দারকে ঘটনার সম্পর্কে জিজ্ঞাসা করতে আসলে, দোকান থেকে পালিয়ে যান। পরে আশেপাশে থাকা এলাকার ছেলেরা তাকে আটকানো হয় বলে জানান।
এ ব্যাপারে খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আরিফুর রহমান জানান, বেলা আনুমানিক ১২টার দিকে আমাদের থানায় মোহাম্মদপুরের একটি মেয়েকে শ্লীলতাহানির করা হয়েছে। এমন একটি অভিযোগ আসে।
পরে সে অভিযোগের ভিত্তিতে আমরা আসামিকে তাৎক্ষণিক এরেস্ট করতে সক্ষম হই এবং থানায় নিয়ে আসি। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।