নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভার সভাপতিত্ব করেন, গুইমারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কংজরী মারমা।
১৪ এপ্রিল ২০২৩ সকালে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষ্যে গুইমারা হাই স্কুলের প্রধান শিক্ষক বাবলু হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভায় ও মঙ্গল শোভাযাত্রা র্যালিতে প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা। বিশেষ অতিথি ছিলেন, গুইমারা থানার অফিসার ইনর্চাজ রাজিব চন্দ্র কর। এছাড়াও গুইমারা সদর ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা, উপজেলা শিক্ষা অফিসার কৃঞ্চলাল দেবনাথসহ সরকারি বেসরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।
নববর্ষ উপলক্ষ্যে গান ও বাদ্যযন্ত্র বাজিয়ে মনমুগ্ধকর ভাবে উদযাপন করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের মাঝে সামান্য পরিমান অর্থ প্রধান করেন প্রধান অতিথি মেমং মারমা।
এসময় প্রধান অতিথি মেমং মারমা বলেন, ফেলে আসা দুঃখ কষ্ট গ্লানিকে ভুলে গিয়ে নতুন বছরকে বরণ করে নিয়ে নিজেকে ভালো ভাবে সামনের দিনগুলোতে উপস্থাপন করতে হবে। এছাড়াও নববর্ষের তাৎপর্য ও ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন তিনি।