নুরুল আলম:: খাগড়াছড়ি সেনা রিজিয়নের ব্যবস্থানায় ও এমডিএস, ৫ফিল্ড এ্যাম্বুলেন্সের আয়োজনে এবং জেলা সিভিল সার্জনের সহযোগিতায় বিনামূল্যে ঠোঁট কাটা, তালু কাটা ও পোড়া রোগীদের অপারেশন কার্যক্রম পরিচালিত হয়েছে।
মঙ্গলবার (১৪ মার্চ) সকালে “সমরে ও শান্তিতে রাখিব সুস্থ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সেনা রিজিয়নের ৫ফিল্ড এ্যাম্বুলেন্স সেন্টারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অপারেশন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দীন আহমেদ।
উদ্বোধনকালে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দীন আহমেদ বলেন, “২৫ জন ঠোঁট ও তালু কাটা এবং পোড়া রোগীকে বাছাই করে বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা প্রদান করছে। যাদের অপারেশন প্রয়োজন তাদের রিজিয়নের ব্যবস্থাপনায় বিনামূল্যে সকল চিকিৎসা সেবা প্রদান করা হবে। আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।”
এতে খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর মো. জাহিদ হাসান, ঢাকা বার্ন ইউনিটের কর্মকর্তাসহ খাগড়াছড়ি রিজিয়নের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।