নুরুল আলম:: গুইমারায় ৮মার্চ আর্ন্তজাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী।
বুধবার (৮ মার্চ ২০২৩) সকালে গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নারী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলভ পরিষদের ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, গুইমারা থানার অফিসার ইনর্চাজ রাজিব চন্দ্র কর, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা আক্তার , গুইমারা সদর ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা, গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলমসহ সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারিবৃন্দ।
এসময় নারী দিবস উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী বলেন, আন্তর্জাতিক নারী দিবস ( পূর্বনাম আন্তর্জাতিক কর্মজীবী নারী দিবস) প্রতি বছর মার্চ মাসের ৮ তারিখে পালিত হয়। সারা বিশ্বব্যাপী নারীরা একটি প্রধান উপলক্ষ হিসেবে এই দিবস উদ্যাপন করে থাকেন। বিশ্বের এক এক প্রান্তে নারীদিবস উদ্যাপনের প্রধান লক্ষ্য এক এক প্রকার হয়। কোথাও নারীর প্রতি সাধারণ সম্মান ও শ্রদ্ধা উদ্যাপনের মুখ্য বিষয় হয়, আবার কোথাও মহিলাদের আর্থিক, রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠাটি বেশি গুরুত্ব পায়। নারী পুরুষ সমধিকার প্রতিষ্ঠা করা সরকারের লক্ষ্য। এছাড়া বিভিন্ন দিক নিদের্শনা মূলক বক্তব্য দেন তিনি।
অন্যদিকে গুইমারায় লিন প্রকল্পের আয়োজনে “ ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই স্লোগানকে সামনে রেখে আর্ন্তজাতিক নারী দিবস উদযাপন করেছে। এসময় উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আতিকুর রহমান। প্রশীক্ষণার্থী মিনাকি বড়ুয়াসহ অনেকে।