নুরুল আলম: গুইমারা বাজার ব্যবসায়ীদের উদ্যোগে ৭ম তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন গুইমারা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খাগড়াছড়ি কওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা ক্বারী ওসমান গণী।
রবিবার ৫ মার্চ ২০২৩ বাদে যোহর গুইমারা বাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত তাফসীরুল কোরআন মাহফিলে তাফসির পেশ করবেন ঢাকা খিলক্ষেত বায়তুল আমান জামে মসজিদের খতিব মুফতি সালমান ফারসী, ঢাকা বিজয়নগর বায়তন নূর জামে মসজিদের খতিব ড. মুফতি জাকারিয়া নূর, ঢাকা বসুন্ধরা আশেকে নূর জামে মসজিদের খতিব হাফেজ মুফতি জুনাইদ হাবিবসহ আরো অনেক ওলামা মাশায়েখ তাশরিফ আনবেন। এছাড়াও স্থানীয় এলাকাবাসী, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।