নুরুল আলম:: তথ্য অফিস রামগড়ের আয়োজনে ও ইউনিসেফ, বাংলাদেশের সহযোগিতায় ‘সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)’ আওতায় সর্বস্তরে টিকা কার্যক্রম বাস্তবায়ন করার লক্ষ্যে ২৭ ফেব্রুয়ারী ২০২৩ সোমবার সকাল ১০টায় গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়ন পরিষদ সভা কক্ষে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
রামগড় তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোঃ বেলায়েত হোসেন এর সভাপতিত্বে উক্ত কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে ইপিআই কার্যক্রম নিয়ে সেশন পরিচালনা করেন গুইমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মোঃ সাদ্দাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংশে চৌধুরী।
উক্ত কর্মশালায় মুক্ত আলোচনায় সকলে সক্রিয়ভাবে অংশ গ্রহন করে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিটি শিশু যাতে টিকার অধিকার থেকে বঞ্চিত না হয় এবং টিকা সংক্রান্ত যেকোন সমস্যায় নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করার অনুরোধ করা হয়। গুইমারা উপজেলায় টিকা কার্যক্রমে পিছিয়ে থাকা ক্যাংচু কার্বারী পাড়া, বৈদ্য পাড়া,র সিন্ধুকছড়ি মুখ পাড়াতে টিকার কভারেজ বৃদ্ধির জন্য নেতৃস্থানীয় সকলকে একসাথে কাজ করার অনুরোধ করা হয়। উক্ত কর্মশালায় হাফছড়ি ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষক, ধর্মীয় নেতা, মাঠ সংঘটকরা অংশগ্রহণ করেন।