নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় এক অসহায় ব্যক্তিকে ৫০ হাজার টাকার আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। সভার সভাপতিত্ব করেন, গুইমারা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী ২০২৩) সকালে গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক আইন-শৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা পরিষদ পরিষদ চেয়ারম্যান মেমং মারমা, উপজেলা ভাইস চেয়ারম্যান কংজরী চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, উপজেলা এলজিইডি নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান, গুইমারা সদর ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমাসহ সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারিবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি সাংবাদিক।
এসময় সভায় উপস্থিত সকল সরকারি বেসরকারি কর্মকর্তাদের সম্মূখে এক এক অসহায় ব্যক্তি মনির হোসেনকে ৫০ হাজার টাকার অর্থ সহযোগিতা তুলে দাওয়া হয়।
মাসিক আইন-শৃঙ্খলা সভায় বক্ত্যারা বলেন, মাদক বিরোধী অভিযান পরিচালনা করতে হবে। এছাড়াও বাল্যবিবাহ, চোরাচালান, অবৈধ ভাবে মাটি কাটা বালু উত্তোলনসহ অবৈধ সকল কার্যক্রমের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করে অতিশিঘ্রই অভিযান পরিচালনা করতে হবে। এছাড়াও বিভিন্ন দিক নিদের্শনা মূলক বক্তব্য দিয়ে সভার সমাপ্তি করা হয়।