নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। মোট ৮টি দল এ খেলায় অংশগ্রহণ করে।
শনিবার বিকেলে উপজেলার রানী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে রাজপাড়া জুনিয়র একাদশ তিনটহরী একাদশকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ৭০ মিনিটের খেলা শেষে বিজয়ী এবং বিজিত দলের হাতে ট্রপি তুলে দেন সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা। এসময় তিনি বলেন, স্থানীয়দের মাঝে শান্তি সম্প্রীতির বন্ধন অটুট রাখতে সিন্দুকছড়ি জোনের এমন আয়োজন অব্যহত থাকবে।
এতে সিন্দুকছড়ি জোন উপ-অধিনায়ক মেজর একেএম ফয়সাল, মানিকছড়ি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মাহবুবুল বারী, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মো: জয়নাল আবেদিন, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মো: মাঈন উদ্দিন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অংক্য মারমা ও সেরা গোল রক্ষক হলেন সাচিমং মারমা। খেলা পরিচালনা করেন বাফুফের রেফারি মো: শহীদুল্লাহ সজিব।