শিরোনাম
বুধ. ডিসে ২৫, ২০২৪

গুইমারায় মত বিনিময় সভায় শীত বস্ত্র ও সেলাই মেশিন বিতরণ করলেন

——-কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারায় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, হেডম্যান-কারবারী ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শীতার্থদের মাঝে শীত বস্ত্র ও অসহায় দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাষ্কফোর্স’র চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। একই সময় তিনি গুইমারার বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেন।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী ২০২৩) সকালে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রক্তিন চৌধুরীর সভাপতিত্বে মডেল উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়াম ভবনে মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান ও পাবর্ত্য চট্টগ্রাম মানবাধিকার কমিশনের সম্মানিত সদস্য কংজরী চৌধুরী, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও মানিকছড়ি ইউপির চেয়ারম্যান শফিকুর রহমান ফারুক, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা, মানিকছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য মাইন উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা ওঙ্কার বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু তাহের, সমীরণ পাল, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ম্রাসাথোয়াই মারমা সহ সরকারি কর্মকর্তা কর্মচারি, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিক।
পবিত্র ধর্মগ্রন্থ থেকে কোরআন তেলাওয়াত, গীতা ও ত্রিপীটক পাঠ শেষে স্বাগত বক্তব্য রাখেন গুইমারা উপজেলা পরিষদ ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেমং মারমা।
পরে অসহায় দুস্থ্যদের মাঝে সেলাই মেশিন ও শীত বস্ত্র বিতরণ করেন, প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। এছাড়াও গুইমারার বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করেন তিনি। এসময় তিনি বলেন, “এই ধরনের উন্নয়ন মূলক কাজ ভবিষ্যতেও অব্যহত থাকবে” ‘তবে প্রধান মন্ত্রীর উন্নয়নের ধারা অব্যহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এছাড়াও বিভিন্ন দিকনিদের্শনা তুলে ধরেন।
সমাপনী বক্তব্যে গুইমারা উপজেলা অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী বলেন, “বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক উদ্দ্যোগে সারাদেশে ব্যপক উন্নয়ন হচ্ছে। যেখানে অসহাত্বের ছড়াছড়ি সেখানেই পৌছে দেওয়া হচ্ছে সহযোগিতা। গুইমারা উপজেলা রুপান্তর হওয়ার পর থেকে ব্যপক উন্নয়ন হয়েছে। ভবিষ্যতেও এসকল উন্নয়ন মূলক কাজ অব্যহত থাকবে বলে আশ্বাস দিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।”

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!