নিজস্ব প্রতিবেদক, বিলাইছড়ি:- রাঙ্গামাটির বিলাইছড়তে আইন মেনে সড়ক চলি, নিরাপদে ঘরে ফিরি – এই শ্লোগানকে সামনে রেখে মোটর বাইক চালকদের নিয়ে এক বিশেষ প্রচারভিযান পরিচালিত করা হয়েছে ।
বুধবার (১৫ ফ্রেব্রুয়ারি) উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিলাইছড়ি থানার উদ্যোগে বাজার প্রাঙ্গণে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ( বিআরটিএ) এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এর অধীনে, রাঙ্গামাটি সার্কেল- রাঙ্গামাটি পার্বত্য জেলার বিলাইছড়ি উপজেলাতেও প্রচারভিযান করা হয়েছে।
এতে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর – এর নেতৃত্বে দর্ঘটনা এড়াতে মোটর বাইক চালকদের নিয়ে এ প্রচারভিযান করা হয়েছে।
এবং চালকদের বলা হয় নারী,শিশু, প্রতিবন্ধী ও বয়স্কদের গণপরিবহনে যাতায়াত নিশ্চিত করতে পরিবহন মালিক, শ্রমিক ও যাত্রীদের প্রতি আহবান জানানো হয়। এর আরো বলা হয় যে গতিসীমা মেনে চলা, হেলমেট পরিধান এবং চলন্ত গাড়িতে উঠানামা না করা, নিয়ম মেনে গাড়ি চালানো সহ ইত্যাদি ইত্যাদি বিষয়ে ধারণা দেওয়া হয়েছে বলে জানা যায়।