শিরোনাম
বুধ. ডিসে ২৫, ২০২৪

রাঙামাটিতে পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন সোসাইটির আনন্দ ভ্রমণ

নিজস্ব প্রতিবেদক, নানিয়ারচর:: রাঙামাটিতে পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন সোসাইটির আনন্দ ভ্রমণ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ফেব্রুয়ারি) সকালে রাঙামাটির তবলছড়ি লঞ্চ ঘাট হতে বালুখালি হার্টিকালচার, বড়গাঙ, মোরঘোনা স্মৃতি মন্দির ও বড়াদম এলাকার দর্শনীয় স্থানের উদ্যেশ্যে যাত্রা শুরু করে পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন সোসাইটি রাঙামাটি জেলা শাখার সদস্যরা।

আয়োজিত আনন্দ ভ্রমণ অনুষ্ঠানে রাঙামাটি জেলা পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন সোসাইটির সভাপতি মাওলানা আবুল কাশেম, সোসাইটির উপদেষ্টা কাজল কান্তি দে, সাধারণ সম্পাদক মাহবুব এলাহী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক তুষার কান্তি দে, প্রচার সম্পাদক মোঃ রাসেল, দপ্তর সম্পাদক ও হোমিও চিকিৎসক সঞ্জয় দত্ত, কার্যনির্বাহী সদস্য নুরুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আনন্দ ভ্রমণ আয়োজন আহ্বায়ক কমিটির সভাপতি রবিন্দ্র নাথ (মাস্টার) ও সদস্য সচিব নজরুল ইসলামের সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বক্তব্যে বক্তারা বলেন, রাঙামাটিতে পরিবেশের ভারসাম্য রক্ষা, শিশু ও নারী নির্যাতন, বাল্য বিবাহ ও শিশু শ্রম সহ মানবাধিকার রক্ষায় বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন সোসাইটি।

বক্তারা আরো বলেন, রাঙামাটিতে পাহাড় কাটা, অবৈধভাবে বালু উত্তোলন, বন উজাড় সহ এসব অন্যায় কাজে সোচ্চার ভূমিকা পালন করবে পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন সোসাইটি রাঙামাটি জেলা শাখা।

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বালুখালী হার্টিকালচারে লাকি কূপণ ড্র অনুষ্ঠিত হয়। ড্র শেষে কূপন বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিরা।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!